logo ১৮ মে ২০২৫
সাড়ে ৪ কেজি স্বর্ণ নিয়ে বেনাপোল পার, আটক ভারতে
বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ০৯:৫৫:৫৩
image


যশোর: ঢাকা থেকে বিমানে করে যশোর, এরপর বেনাপোল পার হয়ে ভারতের পেট্রাপোল চেকপোস্ট আর পার হতে পারেননি দুইজন। সাড়ে চার কেজি স্বর্ণসহ তারা আটক হন ভারতের হরিদাসপুর ইমিগ্রেশন পুলিশের হাতে।

আটক দু’জন ভারতীয় পাসপোর্টধারী নাগরিক, দেশটির কাশ্মিরে থাকেন তারা। শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

বেনাপোল চেকপোস্টের ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ওই দুই যাত্রী ঢাকা থেকে বিমানে যশোর আসে। সেখান থেকে বিকালে বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক কাস্টমস হাউজে পৌঁছায়। কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতীয় পেট্রাপোল চেকপোস্ট কাস্টমস পার হয়ে ইমিগ্রেশনে যায়।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে আগে থেকে স্বর্ণ পাচারের তথ্য থাকায় ইমিগ্রেশনে প্রবেশের সাথে সাথে ভারতীয় পুলিশের গোয়েন্দা সদস্যরা তাদের দু’জনকে আটক করে। পরে তাদের সাথে থাকা একটি টেলিফোন সেট ও পায়ের জুতার মধ্য থেকে ৪৬টি স্বর্ণের বার জব্দ করা হয়। বর্তমানে হরিদাসপুর ইমিগ্রেশনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, চেকপোস্টে যাত্রীদের ব্যাগ তল্লাশির বিষয়টি কাস্টমস কর্তৃপক্ষের। কিভাবে স্বর্ণের বারগুলো নিয়ে যাত্রীরা কাস্টমসের চোখ ফাঁকি দিয়ে ভারতে নিয়ে গেল এটা তার জানা নেই।

তিনি আরো বলেন, বিএসএফের মাধ্যমে জানতে পেরেছি দুই যাত্রীকে আটক করা হয়েছে। তাদের নাম ঠিকানা জানাতে পারেননি তারা।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা উত্তম কুমার সমাদ্দার যাত্রী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এখানে একটি স্ক্যানিং মেশিন থাকলেও সেটা দীর্ঘদিন ধরে অচল রয়েছে।

(ঢাকাটাইমস/১৪জুন/প্রতিনিধি/এমএন)