রাজধানীতে ১৭ পাসপোর্টসহ মানবপাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুন, ২০১৫ ১৩:৩৮:১৮
ঢাকা: রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেকসহ তানিম ইসলাম চৌধুরী কিরণ নামে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যার-৩) সদস্যরা।
শুক্রবার ভোররাতে মিরপুরের পীরেরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৩ এর অপারেশন অফিসার সাইফুল ইসলাম সাইফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে মিরপুরের পীরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে তানিমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট ও ৯ কোটি টাকার চেক জব্দ করা হয়।
এছাড়া তার কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ কাগজপত্রও উদ্ধার করা হয়। তানিম মানবপাচারকারী দলের একজন সদস্য বলে র্যাব কর্মকর্তা সাইফুল জানান।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
(ঢাকাটাইমস/৫জুন/এমএন/এমআর)