logo ১৮ মে ২০২৫
কক্সবাজারে `মানবপাচারকারী' গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
০৪ জুন, ২০১৫ ০৯:৪৫:০০
image

কক্সবাজার: কক্সবাজারে জিয়াউর রহমান ওরফে কালা বদা (৩০) নামে সন্দেহভাজন এক মানবপাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করছে পুলিশ। জেলা শহরের ঝিলংজা পেতা সওদাগরপাড়া থেকে বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত জিয়াউর রহমান কক্সবাজার শহরের ঝিলংজা পেতা সওদাগরপাড়ার আব্দুল হকের ছেলে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়াউরকে গ্রেপ্তার করা হয়েছে।তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে কক্সবাজার সদর থানায় একটি ও কক্সবাজার আদালতে দায়ের করা একটি মামলা বিচারাধীন রয়েছে।


কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গত বছর মিথ্যা প্রলোভন দেখিয়ে জিয়াউর একই এলাকার হাবিব ও সুমন নামের দুই যুবককে সাগরপথে মালয়েশিয়া পাচার করে। এরপর দুজনের কাছ থেকে মোট ৬ লাখ টাকা আদায় করে।


(ঢাকাটাইমস/৪জুন/এমএন)