নরসিংদীতে অ্যাসিডে মা-মেয়ে দগ্ধ
নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ মে, ২০১৫ ১০:২৫:৩৫
নরসিংদী: জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়ায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে মা ও মেয়ে দগ্ধ হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মনোরহরদীর পশ্চিম মান্দারিয়াস গ্রামে এ ঘটনা ঘটে। দুজনকেই শনিবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক দগ্ধদের ব্যবস্থাপত্রে উল্লেখ করেন, রোকেয়া বেগমের শরীরের ৭ শতাংশ ও সাবেকুন নাহারের মুখমণ্ডলসহ ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশ গেছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
(ঢাকাটাইমস/৩০মে/এমএন)