logo ১৯ মে ২০২৫
কাজ শুরুর আগেই প্রকল্পের টাকা ভাগ-ভাটোয়ারা!
টেকনাফ প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ মে, ২০১৫ ০০:২৪:৪৪
image

টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নে এখনও অতি দরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) কাজ শুরু না করে প্রকল্পের টাকা ভাগ-ভাটোয়ারা পাঁয়তারা চলছে। ২৪ দিন অতিবাহিত হলেও মাঠ পর্যায়ে কাজের কোনো ধরনের অস্তিত্ব পাওয়া যায়নি।


সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী আক্ষেপ করে বলেন, এটা লুটপাট প্রকল্প নামে প্রচারিত হয়েছে। এর সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তা, ইউপি সদস্য ও কিছু প্রভাবশালী ব্যক্তি। প্রকল্পের কাজ না করে তারা টাকাগুলা পকেট ভারি করে। যেসব প্রকল্পে কাজ হয় সেখানে ৭-৮জনের বেশি শ্রমিক কাজ করে না। ৪০ দিনের কাজ শুরুর কথা হলেও মূলত যেনতেনভাবে দিন পার করছেন। কিন্তু বিগত দিনেও এভাবে লুটপাট করা হয়েছিল। সরকার যে উদ্দেশ্যে নিয়ে এ বরাদ্দ দিচ্ছেন তার কিছুই হচ্ছে না। বরং প্রকল্প সংশ্লিষ্টদের পকেট ভারি হচ্ছে। কিছুদিন আগে কাজের মান নিয়ে জেলা প্রশাসককে অভিযোগ করা হলেও কোনো কাজ হয়নি। 


ভাইস চেয়ারম্যান রফিক উদ্দিন এখনও কাজ শুরু না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন। কাগজে-কলমে ২ মে প্রকল্পের কাজ শুরু হলেও আগামী ২৪ জুন কাজ শেষ করার কথা রয়েছে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্র জানায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২০১৪-২০১৫ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে (২য় পর্যায়) বাহারছড়া চারটি প্রকল্পে ১৪৪ জন শ্রমিক বরাদ্দ দিয়েছেন। প্রকল্পগুলো হলো শামলাপুর এলজিইডি সড়ক হতে মনোর বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার ও শামলাপুর কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর খনন, শ্রমিক সংখ্যা ৩৭ জন, প্রকল্পের সভাপতি ১নং ওয়ার্ডের সদস্য হোছন আহমদ। শামলাপুর মন্তলিয়া শাহীন শরীফ স্কুলের মাঠ ভরাট, শ্রমিক সংখ্যা ৩৫ জন, প্রকল্পের সভাপতি সংরক্ষিত নারী সদস্য জুহুরা বেগম। শামলাপুর এলজিইডি সড়ক হতে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে অসিউর রহমানের জমি পর্যন্ত সংস্কার, শ্রমিক সংখ্যা ৩৭ জন, প্রকল্পের সভাপতি ৬নং ওয়ার্ডের সদস্য মো. আলিম উদ্দিন। জাহাজপুরা এলজিইডি সড়ক হতে পূর্ব দিকে আবু তাহেরের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার, শ্রমিক সংখ্যা ৩৫ জন, প্রকল্পে সভাপতি নারী সদস্য খুরশিদা বেগম।


প্রকল্পের সভাপতি ইউপি সদস্য হোছন আহমদ ও মো. আবদুল আলিম জানান, শ্রমিক সমস্যার কারণে কাজ শুরু করা সম্ভব হচ্ছে না।


বাহারছড়ার ইউপি সদস্য গিয়াস উদ্দিন জানান, প্রকল্প বাস্তবায়ন সূচি মতে ১ম পর্যায়ের তালিকাভুক্ত শ্রমিক নিয়েই কাজ করার বাধ্যতামূলক থাকলেও এখনও কোনো কাজ শুরু হয়নি।


ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা (ট্যাগ কর্মকর্তা) উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) মো. আনিসুর রহমান। তিনি বলেন, শ্রমিক সমস্যার বিষয়টি সুরাহা করে কয়েকদিনের মধ্যে কাজ শুরু করা হবে।


উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পের সদস্য সচিব জহিরুল ইসলাম জানান, নতুন শ্রমিক নিয়ে কাজ শুরু করার প্রস্ততি নেয়া হচ্ছে। হয়ত আগামী কয়েক দিনের মধ্যে কাজ শুরু করা হবে।


(ঢাকাটাইমস/২৭মে/প্রতিনিধি/জেবি)