অভিনব প্রতারণা, ৬ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মে, ২০১৫ ১৬:৪৫:৩০

ঢাকা: রাজধানীর বাড্ডা থানা এলাকায় অভিযান চালিয়ে ভুয়া ডিবি পুলিশের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. আলাউদ্দিন (৩৫), মো. সেলিম (৩২), মো. জাহাঙ্গীর আলম (৪৫), মো. এমদাদ (৩২), নিকুল (২৭) ও মহিলা সদস্য মোছা. মাসুমা (২৭)। গত সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, গত প্রায় এক মাস পূর্বে অজ্ঞাতনামা ব্যক্তি চেয়ারম্যান সাধন চন্দ্র দাসের এর মোবাইল ফোনে দুইশ টাকা ফ্ল্যাক্সিলোড দেয়। পরে অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে সাধনকে বলে ভাই ভুলক্রমে আপনার মোবাইলে দুইশ টাকা চলে গেছে। টাকাটা ফেরত দিলে আমার উপকার হবে। চেয়ারম্যান টাকা ফেরত দেন। আবারও তারা তিনশ টাকা পাঠিয়ে একই কায়দায় ফেরত নেয়। টাকা ফেরত নিয়ে অজ্ঞাতনামা ব্যক্তি চেয়ারম্যানের প্রশংসা করে তার বিশ্বস্ততা অর্জন করেন। এভাবে তাদের মধ্যে মোবাইলে কথাবার্তার মাধ্যমে সখ্যতা গড়ে উঠে। সখ্যতার কারণে চেয়ারম্যন গত ৪ মে ঢাকায় আসবেন বলে জানালে অজ্ঞাতনামা ব্যক্তি তার গাড়ি যোগে চেয়ারম্যানকে ঢাকায় নিয়ে আসবে বলে জানায়।
কথানুযায়ী অজ্ঞাত ব্যক্তি কিশোরগঞ্জের বাজিতপুর থানা এলাকা হতে চেয়ারম্যনকে মাইক্রোবাসে উঠিয়ে ঢাকার বাড্ডা থানা এলাকায় নিয়ে আসে এবং ডিবি পরিচয় দিয়ে একটি বিল্ডিংয়ের পঞ্চম তলায় নিয়ে তাকে আটক করে। তার কাছে থাকা নগদ আট হাজার টাকা নিয়ে নেয়। পরে চেয়ারম্যানের স্ত্রীকে ফোন করে বিকাশের মাধ্যমে আরো দুই লাখ ২৫ হাজার টাকা নেয়। আরো এক লাখ টাকা দেয়ার কথা বলে চেয়ারম্যান তাদের কাছে থেকে মুক্তি পান।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবত পুলিশের বেশভুষা ধারণ করে মিথ্যা ডিবি পরিচয় দিয়ে আসছিল। তারা প্রতারণামূলকভাবে সাধারণ মানুষকে ভয়-ভীতি প্রদর্শন করে নগদ টাকা, স্বর্ণালংঙ্কার ইত্যাদি সুকৌশলে হাতিয়ে নেয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (ডিসি) কৃষ্ণ পদ রায়ের নির্দেশনায়, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ছানোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাহমুদা আফরোজ লাকীর অভিযানটি পরিচালিত হয়।
(ঢাকাটাইমস/১৯মে/এএ/জেবি)