তিন কন্যাকে জবাই করে হত্যা, বাবা পলাতক
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
১৫ মে, ২০১৫ ১০:০৩:৩৫

কক্সবাজার: জেলার চকরিয়ায় তিন শিশু কন্যাকে গলা কেটে হত্যা করেছে তাদের বাবা। দাম্পত্য কলহের জের ধরে তিন মেয়েকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন মা।
বৃহস্পতিবার গভীর রাতে চকরিয়ার বদরখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ১নং ঘোনার চৌধুরী পাড়ায় মর্মান্তিক এ হতাকাণ্ড ঘটে। ঘাতকের নাম আব্দুল গণি (৩৮)। তিনি পেশায় একজন দিনমজুর। ঘটনার পর থেকে তিনি পলাতক।
নিহত তিন শিশু হলো আয়েশা সিদ্দিকা (১০), শিরু জান্নাত শিউলি (৮) ও সারাবান তাহুরা (১ বছর ৬ মাস)। তাদের মধ্যে আয়েশা নিদারতরনী প্রাথমিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে, শিরু স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত।
মা ফাতেমা বেগম জানান, আবদুল গনির সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল। তিন-চারদিন ধরে স্বামী বাসায় কোনো টাকাপয়সা দিতেন না। এ কারণে বৃহস্পতিবার সকালে তিনি স্থানীয় ইউপি সদস্য খায়রুল বাশারের কাছে অভিযোগ করেন। এসময় আব্দুল গনিকে ডেকে এনে বকাঝকা করেন খায়রুল বাশার। এ সময় আব্দুল গনি সবার সামনে স্ত্রীকে মেরে ফেলবেন বলে হুমকি দেন।
পরিস্থিতি দেখে ইউপি সদস্য রাতে ফাতেমাকে ওই এলাকায় তার নানার বাড়িতে গিয়ে থাকার পরামর্শ দেন। এরপর ফাতেমা তার নানার বাড়িতে চলে যান। তবে তার তিন মেয়ে বাবার কাছেই ছিল।
ফাতেমা জানান, শুক্রবার ভোরের দিকে তার ভাই আজগর আলীকে স্বামী ফোন করেন। তিনি তাকে বলেন, ফাতেমা যেন সন্তানদের এসে দেখে যায়। পরে তারা গিয়ে তিন সন্তানের লাশ পড়ে থাকতে দেখেন।
আব্দুল গনি ও ফাতেমার ১২ বছরের একটি ছেলে রয়েছে। তার নাম রিফাত। সে ছোটবেলা থেকে নানার বাড়িতে থাকে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাস চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় বাবা ধারালো অস্ত্র দিয়ে সন্তানদের হত্যা করেছে।নিহত তিন শিশুর লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পলাতক গণিকে ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি।
(ঢাকাটাইমস/১৫মে/এমএন)