দোকানের ট্রায়াল রুমে ক্যামেরা, নারীর নগ্ন ভিডিও
গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
০৮ মে, ২০১৫ ১২:৫৫:৫৩

গোপালগঞ্জ: গোপালগঞ্জের একটি গার্মেন্টসের দোকানের ট্রায়েল রুমে ভিডিও ক্যামেরা বসিয়ে নারীদের নগ্ন ছবি ধারণ করার দায়ে ইবাদুল ইসলাম (২৭) নামে এক ব্যবসায়ীকে দুই বছর কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার কাশিয়ানী উপজেলা সদরের এলিয়েন্স ফ্যাশন হাউজে এই ঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইবাদুল ইসলামকে গ্রেপ্তার করে আজ শুক্রবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
সাজাপ্রাপ্ত ইবাদুল কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের রহিতকান্দি গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
কাশিয়ানী থানার এসআই এনামুল হক চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় এক নারী পোশাক কিনতে এলিয়েন্স ফ্যাশন হাউজে যান।
সেখানে একটি পোশাক তার পছন্দ হয়। এ সময় দোকানদার ইবাদুল ইসলাম পোশাকটি ট্রায়েল রুমে গিয়ে ফিটিংস হবে কিনা পরে দেখতে বলেন।
তিনি জানান, ওই নারী ট্রায়েল রুমে গিয়ে পোশাক পরার সময় সেখানে অন অবস্থায় একটি মোবাইল ফোন দেখতে পেয়ে তার সন্দেহ হলে তিনি মোবাইল ফোনটি পরীক্ষা করে তার পোশাক বদলানোর ভিডিও চিত্র দেখতে পান। পরে বাইরে এসে চিৎকার করলে স্থানীয়রা তার সাহায্যে ছুটে আসেন।
পরে তারা মোবাইল ফোনটি উদ্ধার করে দোকানদারকে গণপিটুনি দেয় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ তাকে আটক করে।
ভ্রাম্যমান আদালতকে খবর দেয়া হয় এবং বিচারক ও কাশিয়ানি উপজেলার সহকারী ভূমি কমিশনার মো. নূর হোসেন আদালত বসিয়ে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ব্যবসায়ী ইবাদুলকে দুই বছরের সাজা দেয়।আজ সকালে তাকে জেলে পাঠিয়ে দেয়া হয়।
(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/এআর/ ঘ.)