ঢাকা: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে গুলি করে তার কাছে থাকা ৭ লাখ ৮০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, ঘটনার শিকার ওই শিক্ষকের নাম পরিমল কান্তি বিশ্বাস। তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনোমি বিভাগের শিক্ষক। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, দুপুর ১টার দিকে একদল ডাকাত রেসিডেন্সিয়াল মডেল কলেজের কাছে পরিমল কান্তি বিশ্বাসের গতিরোধ করে তার পায়ে গুলি করে টাকা নিয়ে চলে যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সাদাত উল্লাহ জানিয়েছেন, পরিমল কান্তি বিশ্বাস পোস্ট অফিস থেকে টাকা তুলে বাসায় ফিরছিলেন। এ সময় তাকে গুলি করে টাকা ছিনতাই করা হয়।
(ঢাকাটাইমস/৭ মে/এসইউএল)