ঢাকা: রাজধানীর বাড্ডা থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে বাড্ডা থানা ছাত্রলীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন রাহিন (৩৫) নিহত হয়েছেন। রবিবার রাতে বাড্ডা জাগরণী সংসদ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, রবিবার রাত ৮ টার সময় নিহত রাহিন ও তার বন্ধুরা জাগরণী সংসদ ক্লাবে তাস খেলছিল।
এসময় কয়েকজন সন্ত্রাসী ওই ক্লাবে ঢুকে গুলি চালালে দুইজন গুলিবিদ্ধ হন। রাহিনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলিবিদ্ধ অপর ব্যক্তি মনু বর্তমানে অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান রাহিনের মাথায় এক রাউন্ড গুলি লেগেছে।
নিহত রাহিন দক্ষিন বাড্ডার ক/১৩ নম্বর বাড়িতে বসবাস করতেন।
(ঢাকাটাইমস/৩মে/এএ/ এআর/ ঘ.)