logo ১৯ মে ২০২৫
এবার আ.লীগ থেকে বহিষ্কার হচ্ছেন মোকাররম বাবু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৫ ০০:১৪:০০
image


ফরিদপুর: এবার জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার হচ্ছেন বিতর্কিত নেতা মোকাররম মিয়া বাবু। আজ বৃহস্পতিবার জেলা আওয়ামী লীগের সভা বসবে।

সূত্র জানায়, ওই সভাতেই জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদকের পদ থেকে মোকাররম বাবুকে বহিষ্কারের সিদ্ধান্ত হবে। লাগামহীন অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ধর্ষণের মতো অপরাধের বিস্তর অভিযোগ আছে তার বিরুদ্ধে। মামলাও হয়েছে ছয়টি। চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় বাবু এখন পুলিশ রিমান্ডে।

জেলা আওয়ামী লীগের প্রবীণ একজন নেতা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোকাররম বাবুর কারণে জেলা আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা এতদিন মূল্যায়ন পাননি। অন্যায়ভাবে তাদের কোণঠাসা করে রাখা হয়েছিল। এখন বাবুর অনিয়ম-দুর্নীতি ফাঁস হয়ে যাওয়ার স্বস্তি নেমেছে দলে। আওয়ামী লীগে তার আর কোনো জায়গা নেই।

মোকাররম বাবুর বিরুদ্ধেও গত ১০ দিনে ফরিদপুর কোতোয়ালি থানায় পাঁচটি চাঁদাবাজি ও একটি ধর্ষণ মামলা হয়েছে। গত সোমবার ফরিদপুর মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন সান্টুর করা চাঁদাবাজি মামলায় তাকে সাত দিনের  রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে আদালত। ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতের এক কোটি টাকা চাঁদাবাজি মামলায় পরদিন মঙ্গলবার বাবুর আরও চারদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

গত ২৩ এপ্রিল ঢাকার রমনা থানা পুলিশ একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক করে। পরে তাকে হস্তান্তর করা হয় ফরিদপুর পুলিশের কাছে।

এর আগে মোকাররম মিয়া বাবুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে গ্রেপ্তারের খবরে মিষ্টি বিতরণও করেছে তারা।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এইচএফ)