logo ১৯ মে ২০২৫
রবি থেকেও নেপালে ফ্রি কল সুবিধা
ঢাকাটাইমস ডেস্ক
২৯ এপ্রিল, ২০১৫ ০০:২০:০৪
image

ঢাকা: টেলিকম অপারেটর রবি গ্রাহকদের সাহায্যার্থে ভূমিকম্প আক্রান্ত নেপালে বিনামূল্যে কল করার সুযোগ দিচ্ছে। এ নিয়ে নেপালে বাংলাদেশ থেকে বিনামূল্যে কল সুবিধা দেয়া দ্বিতীয় অপারেটর রবি। এরআগে এ সুবিধা দেয় এয়ারটেল বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, দেশটির ভয়াবহ দুর্যোগে বাংলাদেশের নাগরিকরা নেপালে আত্মীয়স্বজন ও পরিচিতজনের সাথে যোগাযোগের সুবিধায় এই পদক্ষেপ নিয়েছে।

রবি থেকে বিনামূল্যে কল করার সময়সীমা ৪৮ ঘণ্টা। মঙ্গলবার সকাল ৮টা থেকে এটি কার্যকর হয়েছে। এতে রবির সব প্রি-পেইড ও পোস্ট-পেইড গ্রাহকরা নেপালে বিনামূল্যে কল ও এসএমএস করতে পারবেন।

রবির চিফ করপোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ জানান, দুর্যোগের এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য রবি বিনামূল্যে কল ও এসএমএস পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে দেশজুড়ে আমাদের গ্রাহকরা সহজে নেপালে অবস্থানরত তাদের আপনজনের সাথে যোগাযোগ রাখতে পারবেন।

প্রসঙ্গত, নেপালে মোবাইল কল ফ্রি করার প্রথম ঘোষণা দেয় ভারতের মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেল। ভারত থেকে তিন দিনের জন্য ফ্রি কল সুবিধা ঘোষণা করে তারা।


(ঢাকাটাইমস/২৯এপ্রিল/জেবি)