logo ১৯ মে ২০২৫
ইনটেক্সের নতুন স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
২৮ এপ্রিল, ২০১৫ ১৭:৩৫:৪৯
image


ঢাকা: ভারতীয় স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স তাদের নতুন স্মার্টফোন অ্যাকুয়া পাওয়ার+ চালু করেছে। ভারতের বাজারে এটির দাম নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯৯৯ রুপি। অনলাইনেও এটি কেনা যাবে।

এই ফোনে রয়েছে, ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। এটি গুগল অ্যান্ড্রয়েড ললিপপ ৫.০ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। ডুয়াল সিমের এ ফোনে ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসর রয়েছে।

অ্যাকুয়া পাওয়ার+ এর ইন-বিল্ট মেমোরি ১২ জিবি। এটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এ ফোনে ১৩ এমপি রেয়ার ক্যামেরা ও ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এটির ব্যাটারী ৪ হাজার এমএএইচ। কানেক্টিভিটির দিক থেকে এতে ব্লুটুথ, ওয়াইফাই ব্যবহার করার সুযোগ রয়েছে। মোট চার রঙয়ে এ ফোন বাজারে পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসইউএল)