logo ১৯ মে ২০২৫
হুয়াওয়ের নতুন স্মার্টফোন
ঢাকাটাইমস ডেস্ক
২৮ এপ্রিল, ২০১৫ ১৮:৪৮:৩৫
image


ঢাকা: জনপ্রিয় মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে তাদের নতুন স্মার্টফোন হনর ৪সি চালু করেছে। এ ফোনে রয়েছে ৫ ইঞ্চি ডিসপ্লে। এটি আইফোন-৬ এর চেয়ে সামান্য বড় এবং জিয়াওমি এমআই-৪ স্মার্টফোনের মতই।

এটির দাম শুরু ৭৯৯ ইউয়ান (১২৯ ইউএস ডলার) থেকে। আইফোনের-৬ এর দাম শুরু ৭৫০ ডলার থেকে। আর এমআই-৪ এর দাম শুরু ২৫০ ইউএস ডলার থেকে। কয়েক ধরনের রঙে এটি বাজারে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে, কালো, নীল, স্বর্ণাকৃতির, গোলাপী ও সাদা।

এ ফোনে রয়েছে, ২ জিবি র‌্যাম, ডুয়াল সিমের ব্যবস্থা, ১৩ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ২ হাজার ৫৫০ এমএএইচ ব্যাটারী। এ ফোনের ইনবিল্ট স্টোরেজ ৮ জিবি। এটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসইউএল)