নতুন মডেল আনল লাভা
ঢাকাটাইমস ডেস্ক
২৬ এপ্রিল, ২০১৫ ০০:১৭:৫৫
ঢাকা: ভারতের বাজারে নতুন ফোন এনেছে লাভা। প্রতিষ্ঠানটি তাদের আইরিশ আলফা এল মডেলটি বাজারে এনেছে। নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সন।
পাশাপাশি এই ফোনে রয়েছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর ও ১ জিবি ব়্যাম। নতুন এই ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৫.৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে’র এই ফোনটির ইন্টারনাল মেমোরি ৮ জিবি। তবে ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এটি ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবে।
লাভার এই স্মার্টফোনটির ব্যাটারিও বেশ শক্তিশালী। নতুন এই ফোনটিতে রয়েছে ৩০০০এমএএইচ ব্যাটারি। দেশের বাজারে নতুন ফোনটি কিনতে গ্রাহককে খরচ করতে হবে ৮ হাজার রুপি।
(ঢাকাটাইমস/২৬ এপ্রিল/এসইউএল)