logo ২৭ এপ্রিল ২০২৫
তরঙ্গ নিলামে নিরপেক্ষতা নীতি চায় গ্রামীণফোন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৫ ১৯:৩০:৪৯
image

ঢাকা: প্রযুক্তি নিরপেক্ষতা নীতির মাধ্যমে তরঙ্গ বরাদ্দ নিলামে অংশ নেয়ার সুযোগ চেয়েছেন গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে। তিনি বলেছেন, "আমরা এখনো আশা করছি যে সমাগত ১৮০০ মেগাহার্জ স্পেকট্রাম নিলাম প্রযুক্তি নিরপেক্ষ হবে এবং নিলাম নীতিমালা যে শর্তটি গ্রামীণফোনের অংশগ্রহণে বাধা সৃষ্টি করছে তা বাতিল করে গ্রামীণফোনকে নিলামে অংশ নেয়ার সুযোগ দিতে হবে।

মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে গ্রামীণফোনের ১৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই আহ্বান জানান তিনি।


গ্রামীণফোন শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর অনুষ্ঠিত ৬ষ্ঠ এজিএমে বেক্কে আরও জানান, গণ সিম রিপ্লেসমেন্ট করের দাবি, প্রযুক্তি নিরপেক্ষতা, জাতীয় টেলিযোগাযোগ নীতি নবায়ন ইত্যাদি দীর্ঘমেয়াদী সমস্যার সমাধান না হলে বিনিয়োগকারীরা নিলামে অংশ না নেয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানে গ্রামীণফোন সিইও রাজিব শেঠি, অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এজিএম পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি হোসেন সাদাত।

সভায় গ্রামীণফোনের বোর্ড ২০১৪ সালে ঘোষিত ৯৫ শতাংশ নগদ অন্তবর্তী লভ্যাংশ প্রদানের পর আরো ৬৫ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেন। ফলে মোট লভ্যাংশের পরিমাণ দাঁড়ায় পরিশোধিত মূলধনের ১৬০ শতাংশ (শেয়ার প্রতি ১৬ টাকা)।


(ঢাকাটাইমস/২১এপ্রিল/জেবি)