logo ২৭ এপ্রিল ২০২৫
ব্যাটারী সমস্যা মেটাতে নতুন ফোন
ঢাকাটাইমস ডেস্ক
১৮ এপ্রিল, ২০১৫ ১৩:৩৩:১৯
image

ঢাকা: স্মার্টফোন ব্যবহারকারীদের ফোনের ব্যাটারী নিয়ে প্রায় নানা অভিযোগ শোনা যায়। স্মার্টফোনের ব্যাটারী সমস্যা দূর করতে শক্তিশালী ব্যাটারির স্মার্টফোন এনেছে আইবল । ৪০০০ এমএএইচ ব্যাটারির এ স্মার্টফোনের নাম অ্যান্ডি ৫এফ ইনফিনিটো।


নতুন এই ফোনটির অপারেটিং সিস্টেমে রয়েছে, অ্যান্ড্রয়েড ৪.৪ কিটক্যাট ভার্সন। পাশাপাশি এই ফোনে আছে ১.৩ গিগাহার্টজ প্রসেসর ও ১ জিবি ব়্যাম।


এছাড়া ফোনটির আছে ৮ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও সেলফির জন্য রয়েছে ৩.২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া নতুন এই ফোনটির ইন্টারনাল মেমোরি ৮ জিবি।


তবে ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই মেমোরিকে ৩২ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন। ৫ ইঞ্চি স্ক্রিনের এই ফোনটি একাধিক রঙে বাজারে পাওয়া যাবে। ভারতের বাজারে নতুন এই ফোনটি কিনতে গ্রাহককে খরচ করতে হবে ৭ হাজার ৯৯৯ রুপি।


(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/এসইউএল)