logo ২৭ এপ্রিল ২০২৫
আগামী মাসেই লেনেভোর নয়া দুই ফোন
ঢাকাটাইমস ডেস্ক
২০ এপ্রিল, ২০১৫ ০০:৩৩:৩৩
image

ঢাকা: অবশেষে ভারতের বাজারে আসতে চলেছে লেনেভোর বহু প্রতীক্ষিত এ-৭০০ মডেলটি৷আগামী মাসের ৭ তারিখ ভারতের বাজারে আসছে তাদের এই মডেলটি৷ নয়া এই মডেলটির অপারেটিং সিস্টেমে রয়েছে সর্বাধুনিক অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সন৷ পাশাপাশি এই ফোনটিতে রয়েছে ১.৫ গিগাহার্স প্রসেসর ও ২জিবি ব়্যাম৷ লেনেভোর নয়া এই ফোনটির ক্যামেরাও বেশ শক্তিশালী৷


নয়া এই ফোনে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও সেলফির জন্যও রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ লেনেভোর নয়া এই মডেলটির ইন্টারনাল মেমোরি ৮ জিবি, যা ব্যবহারকারী চাইলে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়াতে পারবেন৷


এছাড়া ৫.৫ ইঞ্চি এইচডি স্ক্রিনের এই ফোনে রয়েছে ২৯০০ এমএএইচ ব্যাটারি৷ যা ২ জি নেটওয়ার্কে টানা ৯ ঘণ্টা কথা বলা যাবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে৷ একাধিক রংয়ে দেশের বাজারে নয়া এই ফোনটি পাওয়া যাবে৷ লেনেভোর এই ফোনটির ভারতের বাজারে দাম পড়বে ২১ হাজার টাকার আশপাশে৷


(ঢাকাটাইমস/২০এপ্রিল/এমএম)