হোটেল আগ্রাবাদে রবি গ্রাহকদের বিশেষ ছাড়
ঢাকাটাইমস ডেস্ক
২৬ এপ্রিল, ২০১৫ ১৯:৪৫:১৬
ঢাকা: রবি তার প্লাটিনাম এইস ও প্লাটিনাম গ্রাহকদের জন্য চট্টগ্রামের অভিজাত হোটেল আগ্রাবাদে বেশ কয়েকটি আকর্ষণীয় অফার চালু করেছে। এজন্য রাজধানীতে রবি করপোরেট অফিসে সম্প্রতি রবি ও হোটেল আগ্রাবাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রবি’র ‘ধন্যবাদ’ কর্মসূচির আওতায় এই অফারটি চালু হয়েছে। গ্রাহককে নিজের অবস্থান জানতে CAT লিখে ১২১৩ নাম্বারে এসএমএস পাঠাতে হবে।
নির্ধারিত গ্রাহকরা আগ্রাবাদ হোটেলের সিনামন রেস্টুরেন্টে বুফে ডিনার, লাঞ্চ ও ব্রেকফাস্টে ‘একটির সাথে একটি ফ্রি’ অফার উপভোগ করতে পারবেন।
রবি আজিয়াটা লিমিটেডের মার্কেট অপারেশনের ভাইস প্রেসিডেন্ট বিপ্লব মজুমদার ও হোটেল আগ্রাবাদের ডিরেক্টর মোহাম্মদ ইরাদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আদিল হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া হোটেল আগ্রাবাদের আবদুল্লাহ সোহাগ ও মোহসিন হক হিমেল এবং রবি’র কমিউনিকেশনস অ্যান্ড করপোরেট রেসপনসিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর, তওফিক ইমাম, ক্যাসপার রিচার্ড রায় ও কাজী ফৌজিয়া হোসেন উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/২৬এপ্রিল/জেবি)