logo ২৭ এপ্রিল ২০২৫
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
ঢাকাটাইমস ডেস্ক
২৪ এপ্রিল, ২০১৫ ১৫:২৮:৪৬
image

ঢাকা: আগামী পাঁচ বছরের জন্য বিজনেস সলিউশনস প্যাকেজের অধীনে পরিপূর্ণ টেলিযোগাযোগ সুবিধা পেতে গ্রামীণফোনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।


যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ সচিব সিরাজুল হক এবং গ্রামীণফোনের হেড অফ ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, সচিব নূর মোহাম্মাদ, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, পরিচালক স্টেকহোল্ডার রিলেশনস ইশতিয়াক হুসেন চৌধুরী এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


গ্রামীণফোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


(ঢাকাটাইমস/২৪এপ্রিল/জেবি)