ঢাকা: প্রযুক্তির এই যুগে এখন এক-তৃতীয়াংশেরও বেশি বাচ্চা কথা বলতে বা হাঁটতে শেখার আগেই স্মার্টফোন ব্যবহার করে। গবেষণায় দেখা গেছে, হাঁটতে শেখার আগেই প্রতি সাতজনের মধ্যে একজন শিশু প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা করে ইলেক্ট্রনক্স ডিভাইস ব্যবহার করে।
আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিক্স দুই বছরের কম বয়সী বাচ্চাদের বিনোদনমূলক ডিভাইস তথা টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট ব্যবহারে নিরুৎসাহিত করে।
শিশুরা প্রথম কখন মোবাইল ব্যবহার করতে শুরু করে এবং কীভাবে ব্যবহার করে তা জানতে গবেষকরা ২০ রকমের জরিপ চালিয়েছেন। এই গবেষণায় ৬ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের বাবা মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই গবেষণায় দেখা গেছে, ১ বছরেরও কম বয়সী শিশুদের বিরাট অংশ ইলেক্ট্রনিক ডিভাইসের সাথে জড়িত। এর মধ্যে দেখা গেছে, ৫২ শতাংশ টিভি শো দেখেছে, ৩৬ শতাংশ স্ক্রিন স্পর্শ করেছে, ২৪ শতাংশ কাউকে ডেকেছে, ১৫ শতাংশ অ্যাপ ব্যবহার করেছে, ১২ শতাংশ ভিডিও গেম খেলেছে।
ফলাফলে আরও দেখা গেছে, ৭৩ শতাংশ পিতামাতা যখন গৃহস্থালির কাজ করে তখন তাদের সন্তানদের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে দেয়, ৬৫ শতাংশ বাবা মা তাদের সন্তানদের চুপচাপ রাখতে ও ২৯ শতাংশ বাবা মা তাদের বাচ্চাদের ঘুমাতে স্মার্টফোন বা এ জাতীয় ডিভাইস ব্যবহার করতে দেয়।
(ঢাকাটাইমস/২৮ এপ্রিল/এসইউএল)