logo ১৯ মে ২০২৫
আ.লীগ থেকে মোকাররম বাবু বহিষ্কার
ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
৩০ এপ্রিল, ২০১৫ ১৫:৩৩:১০
image

ফরিদপুর: অবশেষে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে ফরিদপুরের আলোচিত-সমালোচিত বিতর্কিত নেতা মোকাররম মিয়া বাবুকে।


বৃহস্পতিবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।


বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদিনের সভাপতিত্বে জরুরি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন উপস্থিত ছিলেন।


ফরিদপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহেব ছারোয়ার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১টায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বিশেষ সভায় উপস্থিত সকল কর্মকর্তা ও সদস্যদের সর্ব সম্মতিক্রমে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোকাররম মিয়া বাবুকে টেন্ডারবাজি, চাঁদাবাজি, নারী ধর্ষণ ও ভয়ভীতি দেখিয়ে অবৈধ সম্পদ উপার্জন করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা আওয়ামী লীগ ও সকল স্তরের সদস্য পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহিত হয়। তাকে বহিষ্কারের সুপারিশ কেন্দ্রে পাঠানো হবে।


উল্লেখ্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রভারশালী নেতা মোকাররম মিয়া বাবু প্রবাসীকল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের নাম ব্যবহার করে গত ৬ বছরে কোটি কোটি টাকার মালিক বনেছেন।


বর্তমানে বিতর্কিত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে ধর্ষণ ও চাঁদাবাজিসহ ছয়টি মামলা হয়েছে। চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় বাবু এখন পুলিশ রিমান্ডে।


গত ২৩ এপ্রিল ঢাকার রমনা থানা পুলিশ একটি চাঁদাবাজি মামলায় তাকে আটক করে। পরে তাকে হস্তান্তর করা হয় ফরিদপুর পুলিশের কাছে।


এর আগে মোকাররম মিয়া বাবুর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুর শহরে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে তাকে গ্রেপ্তারের খবরে শহরে মিষ্টি বিতরণ করা হয়।


(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এমআর)