logo ১৯ মে ২০২৫
চট্টগ্রাম থেকে লাগেজে ঢাকায় তরুণীর লাশ!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৫ ২২:৫৯:০৩
image

ঢাকা: রাজধানীর দারুস সালাম থানা এলাকায় লাগেজে মিলেছে এক তরুণীর লাশ। তাঁর পরিচয় পাওয়া যায়নি। চট্টগ্রাম থেকে ঈগল পরিবহনের একটি বাসের আসে লাগেজের সঙ্গে আসে লাশটি। আজ রবিবার রাতে ৩০ বছর বয়সী লাশটি উদ্ধার করা হয়। একটি লাগেজের ভেতর লাশটি রাখা ছিল।


দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।


তিনি জানান, চট্টগ্রাম থেকে ওই বাসটি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকায় আসে। লকার থেকে যাত্রীরা যার যার লাগেজ বুঝে নিলেও একটি লাগেজ সেখানে পড়েছিল। লাগেজটি দেখে সন্দেহ হলে বাস কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাগেজ খুলে ভেতরে ওই নারীর লাশ দেখতে পায়।


ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


(ঢাকাটাইমস/ ০৩ মে /এআর/ ঘ.)