অভিজিৎ হত্যার দায় স্বীকার আল কায়েদার!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৩ মে, ২০১৫ ১৭:২৭:৩২

ঢাকা: মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায়কে হত্যার দায় স্বীকার করেছে আল-কায়েদা। গোয়েন্দা প্রতিষ্ঠান সার্চ ফর ইন্টারন্যাশনাল টেররিস্ট এনটিটিস (এসআইটিই) এ কথা জানিয়েছে।
গত শনিবার জিহাদি ফোরামে পোস্ট করা একটি ভিডিওতে এ দাবি করেন আল-কায়েদার ভারতীয় শাখা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট (একিউআইএস)-এর নেতা অসীম উমর।তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।
এসআইটিই জানায়, ভিডিওতে একিউআইএসের নেতা অসীম উমর বলেছেন, তার সংগঠনই অভিজিতের ওপর হামলা চালিয়েছে। তিনি অন্য ধর্মদ্রোহীদের হত্যার কথাও বলেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনাদের মতো আমরাও এমন খবর শুনেছি। বিস্তারিত খোঁজখবর নিয়ে পরে বিষয়টি জানাতে পারব।
বার্তা সংস্থা এএফপি জানায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) এ বিষয়ে নিশ্চিত নয় বলে দাবি করেছে। র্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার মুফতি মাহমুদ খান এএফপিকে বলেছেন, ‘আমরা নিশ্চিত নই।’
গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে লেখক ও মুক্তমনা ব্লগের সম্পাদক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন।
(ঢাকাটাইমস/৩এপ্রিল/এমআর)