logo ১৯ মে ২০২৫
পল্লবীতে বাসায় ঢুকে মামা-ভাগনিকে খুন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৫ ১৫:৫৫:১৪
image

ঢাকা: রাজধানীর পল্লবীতে দিনে-দুপুরে বাসায় ঢুকে মামা-ভাগনিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন মামা আমিরুল ইসলাম ও তার ভাগনি সুইটি। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো প্রক্রিয়া চালাচ্ছে।


ওই বাসার গৃহকর্তা জাহিদুল ইসলাম রূপনগরে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ডেসকো) উপসহকারী প্রকৌশলী। নিহত সু​ইটি ইন্ডিপেনডেন্ট পাওয়ার নামের বৈদ্যুতিক সরঞ্জাম সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলেন।


দুপুর দেড়টার দিকে মোটরসাইকেলে করে দুই যুবক পল্লবীর ওই বাড়িতে যায়। দারোয়ানের কাছে আত্মীয় পরিচয় পাঁচ তলার ফ্ল্যাটে গিয়ে নক করলে আমিনুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় তারা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মামা শ্বশুরের চিৎকারে অন্য ঘর থেকে সুইটি আক্তার বের হলে তাঁকেও আঘাত করে দুর্বৃত্তরা। সুইটি-জাহিদুল দম্পতির পাঁচ বছরের ছেলে সাদ ভয়ে বাথরুমে লুকিয়ে পড়ে।


সুইটির স্বামী জাহিদুল বলেন, দুপুরে ভাত খেতে বাসায় এসে তিনি মামা ও স্ত্রীর মরদেহ পড়ে থাকতে দেখেন।




পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান ঢাকাটাইমসকে বলেন, বুধবার দুপুর আড়াইটার সময় পল্লবী থানার ২০ নম্বর রোডের ৯ নম্বর বাসায় এ ঘটনা ঘটেছে।


ঘটনাস্থলে বর্তমানে সিআইডির ক্রাইম সিন এবং মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। এখনও খুনের মোটিভ সম্পর্কে জানা যায়নি। ঘটনাস্থলে পল্লবী থানার  থানার উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী রয়েছেন।


(ঢাকাটাইমস/মে১৩/এএ/এমআর/জেবি)