পল্লবীতে জোড়া খুন: শাহিনকে আসামি করে মামলা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৫ ১৩:২৪:৪০

ঢাকা: রাজধানীর পল্লবীতে ইস্টার্ন হাউজিং এলাকার বুধবার দুপুরে বাসায় ঢুকে গৃহবধূ ও তার মামা শ্বশুরকে কুপিয়ে হত্যার ঘটনায় আজ দুপুরে মামলা দায়ের করা হয়েছে।
নিহত গৃহবধু সুইটির স্বামী জাহিদুল ইসলামের দুপুরে সাড়ে ১২টার পর পল্লবী থানায় একজনের নাম উল্লেখ করা হয়েছে।আসামির নাম শাহিন।তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ জিয়াউজ্জামান মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলায় আসামি হিসাবে একজনের নাম উল্লেখ করা হয়েছে।আমরা আসামিকে ধরার চেষ্টা করছি। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
বুধবার দুপুরে পল্লবীর ২০ নম্বর সড়কের ‘ক্রিস্টাল ডি আমিন’ নামের একটি বাড়ির পঞ্চম তলায় এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহতরা হলেন: সুইটি খাতুনের (২৪) তার মামা শ্বশুড় আমিনুল ইসলাম (৪৪)। বুধবার দুপুরে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি বাড়ির সামনে এসে আত্মীয় পরিচয় দিয়ে ভেতরে ঢোকে।
সুইটি দরজা খুলে দেয়ার সঙ্গে সঙ্গে তারা ধারালো অস্ত্র দিয়ে কোপানো শুরু করে। মামা বাধা দিতে গেলে তাকেও কোপানো হয়। এতে দুজন ঘটনাস্থলেই নিহত হন বলে জানান সুমন।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার কামাল হোসেন জানান, ওই বাড়াটি জাহিদের। তার মামা সেখানে বেড়াতে এসেছিলেন।
চাঁদার দাবিতে স্থানীয় সন্ত্রাসীরা এর আগে জাহিদের পরিবারকে কয়েক দফা হুমকি দিয়েছিল বলে জানান সুমন।
(ঢাকাটাইমস/ ১৪ মে /এএ/এআর/ ঘ.)