logo ১৯ মে ২০২৫
সাবেক সেনা সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
১৬ মে, ২০১৫ ১৩:৪০:১৫
image

খাগড়াছড়ি: জেলা শহরের ধর্মঘট এলাকায় সাবেক এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম সতীন্দ্র লাল ত্রিপুরা (৫৫)।


শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসার সামনে তাকে গুলি করা হয়।


পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ গুলির আওয়াজ শুনতে পান তারা। ঘর থেকে বের হয়ে বাবাকে পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(ঢাকাটাইমস/১৬মে/এমএন)