এবার ট্রাকে ধর্ষণ!
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ মে, ২০১৫ ১৯:২৩:৩৩

গাজীপুর: রাজধানীর কুড়িল বিশ্বরোডে মাইক্রোবাসে তুলে এক আদিবাসী তরুণীকে গণধর্ষণের দু’দিনের মাথায় এবার ট্রাকে আরেক নারী শ্রমিককে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ওই নারীর ওপর চালানো হয় পাশবিক নির্যাতন। গুরুতর অসুস্থ তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ওই হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিকভাবে শারীরিক নির্যাতনের আলামত পেলেও ধর্ষণের কোনো আলামত পাননি বলে জানিয়েছেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন ওই নারী জানান, ঢাকার খিলগাঁও এলাকায় ডাক্তার দেখিয়ে শনিবার রাতে তিনি বাসায় ফেরার উদ্দেশ্যে স্বামীকে নিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু বাসে উঠতে না পেরে রাস্তার পাশেই দীর্ঘক্ষণ বসে ছিলেন। পরে রাত সাড়ে ৯টার দিকে এক ট্রাক ড্রাইভার এসে তাদের সামনে দাঁড়ায় এবং তাদের গন্তব্যে পৌঁছে দেয়ার প্রস্তাব দিলে স্বামী-স্ত্রী ওই ট্রাকে উঠে চালকের পাশেই বসেন। পরে গরমের মধ্যে পথে ট্রাকের চালক আমাদের ‘ফানটা’ এনে খাওয়ায়। এর কিছু সময় পরই আমাদের ঘুম ঘুম (নেশা অবস্থা) ভাব দেখা দেয়। এসময় চালকের কথা মতো আমার স্বামী চালকের পেছনে উপরের সিটে গিয়ে ঘুমিয়ে পড়েন।
ওই নারী দাবি করেন, পরে ট্রাকচালক গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে মারধর করে ও গলায় কাপড় পেঁচিয়ে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়।
এঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় চালক স্বামী-স্ত্রী দু’জনকেই ট্রাক থেকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় সেখান থেকে উদ্ধার হয়ে তারা রবিবার সকাল সোয়া ১০টার দিকে গাজীপুরের ওই হাসপাতালে ভর্তি হয়। এসময়ও তাদের মধ্যে নেশার ভাব কাটেনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, রবিবার দুপুর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ওই দম্পতির নেশাভাব লক্ষ্য করা গেছে। তারা একেকবার একেক কথা বলছেন। তাদের কথার মধ্যে অসংলগ্নতা দেখা গেছে। ওই নারী নিজে ধর্ষনের শিকার বলে দাবি করলেও প্রাথমিকভাবে তার আলামত পাওয়া যায়নি। তবে তার শরীরের বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতনের চিহ্ন রয়েছে।
তিনি জানান, ধর্ষণের ঘটনা নিশ্চিত হওয়ার জন্য অভিযোগকারী নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
(ঢাকাটাইমস/২৪মে/জেবি)