logo ১৮ মে ২০২৫
স্বামীকে গলাকেটে হত্যা, স্ত্রী আটক
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৮ মে, ২০১৫ ১৬:৪৪:৪৫
image

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে স্বামীকে হত্যা করেছে স্ত্রী। এ ঘটনায় পুলিশ ঘাতক স্ত্রীকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।


বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার ঘোনাপাড়া এলাকার মোতালেব হোসেনের ছেলে জাকির হোসেন সফিপুর এলাকায় স্থানীয় যমুনা গ্রুপের শামীম স্পিনিং মিলস লিমিটেড কারখানায় কাজ করত। বৃহস্পতিবার ভোরে সফিপুরের ভাড়া বাসায় পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে স্ত্রী হাবিবা।


খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনায় জড়িত থাকার দায়ে স্ত্রী হাবিবাকে আটক করেছে পুলিশ।


(ঢাকাটাইমস/২৮মে/প্রতিনিধি/এমআর)