এবার নৌকায় তরুণীকে গণধর্ষণ
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৫ ১৫:২৩:৩৬

গাজীপুর: বাস, ট্রাক, মাইক্রোবাসের পর এবার নৌকায় গণধর্ষণের শিকার হয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী। গাজীপুরের কালীগঞ্জে এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তাদের শুক্রবার সকালে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে। তাদের ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে থানার তদন্তকারী কর্মকর্তা।
ভুক্তভোগী তরুণীর স্বজন ও পুলিশ জানায়, গত বুধবার রাত আটটায় নরসিংদীর পলাশ এলাকার প্রাণ-আরএফএল কোম্পানির এক নারী কর্মী (১৮) কাজ শেষে কালীগঞ্জের নারগানায় বাড়ি ফেরার জন্য সহকর্মীদের সঙ্গে কোম্পানির একটি নৌকায় ওঠেন। নৌকাটি শীতলক্ষ্যা নদীর নারগানা ঘাটে ভিড়লে সব শ্রমিক নেমে যাওয়ার পর নৌকার মাঝি স্থানীয় মোক্তারপুর গ্রামের আল আমিন (২৫) ও ফাহিম ওই তরুণীর মুখে গামছা বেঁধে নির্জন স্থানে নিয়ে মধ্যরাত পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পরে কোম্পানির অপর নৌকার দুই মাঝি একই গ্রামের ফারুক ও শরীফকে ডেকে এনে ওই নারী শ্রমিককে তাদের হাতে তুলে দিয়ে চলে যায়। পরে ফারুক ও শরীফ রাতভর ওই তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।
পরে পুলিশে খবর দিলে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে ফারুক ও শরীফকে আটক করে ভিকটিমসহ থানায় আনা হয়।
কালীগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই তরুণীর ডাক্তারি করা হবে।
(ঢাকাটাইমস/২৯মে/জেবি)