মানবপাচার: এবার আ.লীগ নেতা গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
০৩ জুন, ২০১৫ ১০:২২:৩৮
কক্সবাজার : কক্সবাজারে মানবপাচারকারী সন্দেহে আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে তাকে সদর উপজেলার চৌফলদণ্ডী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক একরামুল মেম্বার একই এলাকার আবদুল হকের ছেলে এবং চৌফলদণ্ডী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে চৌফলদণ্ডী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী একরামুল মেম্বারকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে সদর থানায় তিনটি মামলা রয়েছে বলে ওসি জানান।
(ঢাকাটাইমস/৩ জুন/প্রতিনিধি/ ইইউ/ ঘ.)