টাকা আদায়ে শিশু অপহরণ, রাতে উদ্ধার
চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
৩১ মে, ২০১৫ ০০:৪৮:৪৯

চট্টগ্রাম: পাওনা টাকা উদ্ধার করতে মো. ফয়সাল নামে ছয় বছরের এক শিশুকে অপহরণের ঘটনা ঘটেছে। শনিবার সকালে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে শিশুসহ অপহরণকারীকে বন্দর থানার ইপিজেড এলাকা থেকে আটক করে পুলিশ।
আটক অপহরণকারী হলেন- বাকলিয়া থানার রাজাখালী এলাকার শফি কলোনীর মো. ইউসুফের স্ত্রী নাছিমা আক্তার শীলা(৩০)।
পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে রাজাখালীর মাহফুজের কলোনী এলাকার পোশাক শ্রমিক কোহিনুর আক্তার তার শিশু সন্তানকে বাসায় রেখে বায়েজিদ বোস্তামি এলাকায় কর্মস্থলে চলে যান। সকাল সাড়ে আটটার দিকে তার ছেলে ফয়সালকে নাছিমা আক্তার অপহরণ করে নিয়ে যায়।
বিষয়টি কোহিনুর আক্তারের স্বামী ওমর ফারুক জানতে পেরে কোহিনুরকে জানায়। কোহিনুর আক্তার নাছিমার সঙ্গে যোগাযোগ করেন। এ সময় নাছিমা তার পাওনা টাকা আদায় না করায় অপহরণ করা হয়েছে বলে জানান।
অনেক দেন দরবারের পর ছেলেকে ফেরত না পেয়ে বিকালে বাকলিয়া থানায় নাছিমাকে আসামি করে অপহরণ মামলা দায়ের করেন কোহিনুর।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, কোহিনুর ও নাছিমা একসঙ্গে একটি পোশাক কারখানায় কাজ করতেন। ২০১২ সালে নাছিমার কাছ থেকে প্রতি মাসে একাহাজার টাকা সুদে দশ হাজার টাকা ধার নেন কোহিনুর। ইতিমধ্যে সুদসহ চারহাজার টাকা শোধ করেছে। বাকি টাকার আদায়ের জন্য বিভিন্নভাবে চাপ দিয়ে আসছিল নাছিমা। শনিবার সকালে কোহিনুর যখন কাজে চলে যায়, তার ছেলেকে একা পেয়ে অপহরণ করে নিয়ে যায় নাছিমা। বিকালে বিষয়টি থানায় জানায়। রাতে বন্দর থানার ইপিজেড এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
(ঢাকাটাইমস/ ৩১ মে/ এইচএফ/ঘ.)