৬০ লাখ টাকার জাল নোট বাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুন, ২০১৫ ১৪:০৮:৩৮

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৬০ লাখ টাকা মূল্যের জাল টাকা বাজারে ছেড়েছে ওই চক্রের সদস্যরা। বছরের দুটি ঈদ এ চক্রের সদস্যদের টার্গেট থাকে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত আটটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানা পশ্চিম কাফরুলের তালতলা এলাকা থেকে জাল টাকা তৈরি চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলেন, হাওলাদার সোহেল, মাজহারুল ইসলাম, আলামিন, আরিফ আরমান নিপু, শফিকুল ইসলাম ও সোহেল মিয়া।
রবিবার দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন পুলিশের ডিবি অ্যান্ড প্রসিকিউশন বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে ছাপা-অর্ধছাপা বাংলাদেশি ৪০ লাখ টাকা মূল্যমানের ১০০০ টাকা নোটের জালনোটসহ বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, ৮টি জাল টাকা তৈরির ফ্রেম, রং, নিরাপত্তা সুঁতা, দুটি ল্যাপটপ, দুটি প্রিন্টার, আট ব্যান্ডেল জলছাপ দেওয়া ১০০০ টাকা লেখা কাগজ, দুটি কার্টার ও টাকা তৈরির অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালটাকা ও টাকা তৈরির সরঞ্জামাদির আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত চক্রের মূলহোতা হাওলাদার সোহেল। ইতিপূর্বে তিনি দুবার ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে এসে আবার এ কাজের সঙ্গে যুক্ত হয়েছেন।
তিনি আরো বলেন, জাল টাকা তৈরির সদস্যদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা ইতিমধ্যে ৬০ লাখ টাকা মূল্যের জালটাকার নোট বাজারে ছেড়েছে। তাদের মূল টার্গেটে থাকে বছরের দুটি বড় ঈদ। ঈদকে সামনে রেখেই তারা জাল টাকা তৈরি করে। জাল টাকা ছাড়তে তাদের টার্গেটে থাকে গ্রাম এলাকা। প্রতিটি জেলাতে তাদের সিন্ডিকেট রয়েছে। এদের মাধ্যমে তারা জাল টাকা বাজারে ছাড়ে। এছাড়াও তাদের কাছ থেকে জাল টাকা তৈরির যেসব কাগজ উদ্ধার করা হয়েছে তা দিয়ে পাঁচ কোটি টাকা মূল্যমানের জাল টাকার নোট ছাপাতে পারতো। এক লাখ জাল টাকা বিক্রি হয় ১২ হাজার টাকায়।
মনিরুল ইসলাম বলেন, এই চক্রে ১২ সদস্য রয়েছে। তাদের মধ্যে ছয়জনকে গ্রেপ্তার করেছি। বাকি পলাতক ছয়জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করতে পারলে বিস্তারিত তথ্য জানতে পারবো এবং বাজারে যে ৬০ লাখ টাকা ছেড়েছে সে সম্পর্কেও জানা যাবে। যারা গ্রেপ্তার হয়েছে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৪জুন/এএ/জেবি)