logo ১৮ মে ২০২৫
মা যেভাবে ঘাতকের ভূমিকায়
গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
১৩ জুন, ২০১৫ ১১:৪১:৩৭
image

গাজীপুর: জেলার টঙ্গীতে সাদিয়া আলম (১৩) নামে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছেন তার সৎমা শাকিলা জাহান। এ ঘটনায় পুলিশ তাকে আটক করার পর শাকিলা জাহান স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।


শনিবার ভোরে টঙ্গীর আউচপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সাদিয়া স্থানীয় টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী ছিল।


পুলিশ জানায়, নিহত সাদিয়া আলমের বাবার নাম সফিউল আলম। সাদিয়া তার সৎমা ও বাবাসহ টঙ্গীর আউচপাড়া এলাকার ভাড়া বাসায় বসবাস করতেন।


পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে সফিউলের সঙ্গে শাকিলা জাহানের কলহ ছিল। এরই জের ধরে ভোরে স্বামীর অনুপস্থিতিতে ঘরের দরজা বন্ধ করে সাদিয়াকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় শাকিলা জাহান।


টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) যোবায়ের আহমদ জানান, ঘটনার পরপর শাকিলাকে আটক করা হয়েছে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।


(ঢাকাটাইমস/১৩জুন/এমএন)