logo ১৮ মে ২০২৫
এজেন্সি মালিকসহ আটক ১৬, দুই হাজার পাসপোর্ট জব্দ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ জুন, ২০১৫ ২২:২৪:১৭
image

ঢাকা: রাজধানীর রামপুরা ও মালিবাগ থেকে অবৈধভাবে মানবপাচারের অভিযোগে রিক্রুটিং এজেন্সির মালিকসহ ১৬ জনকে আটক করেছে র‌্যাব-৩। এ সময় তাদের কাছ থেকে দুই হাজার ১৬০টি পাসপোর্টও জব্দ করা হয়।


মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।


র‌্যাবের দাবি, ভুয়া রিক্রুটিং এজেন্সির নামে গ্রেপ্তারকৃতরা বিদেশে মানবপাচার করে আসছিল। গ্রেফতারের সময় এদের কাছ থেকে দুই হাজারের বেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মানবপাচারে জড়িত এই ১৬ জনকে আটক করা হয়। এদের কাছ থেকে দুই হাজার ১৬০টি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।


আটকদের যাচাই-বাছাই শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।


(ঢাকাটাইমস/৯জুন/জেবি)