logo ১৮ মে ২০২৫
জোড়া খুন: গুলি বর্ষণের স্বীকারোক্তি এমপিপুত্র রনির
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১২ জুন, ২০১৫ ১৭:৫৩:১১
image

ঢাকা: প্রায় দুই মাস আগে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার এমপিপুত্র বখতিয়ার আলম রনি অবশেষে গুলি চালানোর কথা স্বীকার করেছেন। নেশাগ্রস্ত অবস্থায় যানজটে আটকা পড়ে উত্তেজিত হয়ে তিনি গুলি চালান বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা দীপক কুমার বলেন, গুলিতে কেউ মারা গিয়েছিল কি না তা তার (রনি) জানা ছিল না।

প্রায় দুই মাস আগে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় রনির গুলিতে দুইজন নিহত হন। এ ঘটনায় গত ৩১ মে গ্রেপ্তার হন রনি। রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাংসদ পিনু খানের ছেলে।

গ্রেপ্তারের পর দিন তার গাড়িচালক ইমরান ফকির ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেও সেখানে স্বীকারোক্তি দেননি রনি। তাই অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য এই এমপিপুত্র বুধবার থেকে চার দিনের রিমান্ডে রয়েছেন।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।


(ঢাকাটাইমস/১২জুন/জেবি)