ঢাকা: রাজধানীর শাহাবাগের চাঁনখারপুলে নিউজ টুডের ফটোসাংবাদিক শামছুল আলমকে (৪০) কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাকে কুপিয়ে জখম করা হয়।
আহত শামছুল আলম জানান, বিকালের দিকে তিনি মোটরসাইকেল নিয়ে বের হন। চাঁনখারপুল পেট্রল পাম্পের সামনে পৌঁছানোর পর পেছন থেকে একটি মোটরসাইকেলে দুইজন যুবক এসে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তিনি আহত হন। ওই সময় দুই যুবক ‘তোর ছবির জন্য জেল খাটতে হয়েছে’ বলতে বলতে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/১৮জুন/এএ/এমআর)