logo ১৮ মে ২০২৫
মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকার খেঁজুরসহ আটক ৪
চট্টগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
১৭ জুন, ২০১৫ ১৮:৩১:৩২
image

চট্টগ্রাম: নগরীর কোতয়ালী রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোড থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করেছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।


বুধবার বিকাল আড়াইটা থেকে ৪টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।


তিনি জানান, রিয়াজউদ্দিন বাজারের বাটালি রোডের রনক জাহানের মালিকানাধীন একটি কোল্ড স্টোরেজ থেকে মেয়াদোত্তীর্ণ ২০ কোটি টাকা মূল্যের ১৫ হাজার কার্টন কিসমিস ও খেঁজুরসহ চারজনকে আটক করা হয়েছে।


আটক কোল্ড স্টোরেজের ইনচার্জ এসকে দত্তকে (৫০) পাঁচ হাজার টাকা জরিমানার পাশাপাশি এক বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।


একই সঙ্গে অন্য তিন কর্মচারী দোলন বড়ুয়া (৩২), মাহবুবুর রহমান (৪০) ও নাজিম উদ্দিনকে (৫০) ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। তবে আটকরা খেজুরগুলোর মালিকের নাম আজিজ বলে জানান।


ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এস এম তানভীর আরাফাত জানান, পবিত্র রমজানকে সামনে রেখে খাবারে ভেজাল রোধের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে।


(ঢাকাটাইমস/১৭জুন/এমএম)