শাহজালালে চার কেজি সোনা উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুন, ২০১৫ ২১:২৫:৫৪
ঢাকা: হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তিন কেজি ৯০০ গ্রাম সোনাসহ তিন যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগ। আটককৃতরা হলেন- মো. ইউসুফ আলী, মো. মাসুদ রানা ও মোহাম্মদ আলী। সোমবার রাতে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার এস.এম সোহেল রহমান বলেন, সোমবার রাত আটটার সময় টাইগার এয়ারের ২৬৫৫ নম্বর ফ্লাইটে সিঙ্গাপুর থেকে শাহজালালে অবতরণ করেন ওই যাত্রীরা। এ সময় ৩৬টি সোনার বার উদ্ধার করা হয় যার প্রতিটির ওজন ১০০ গ্রাম। এছাড়া ৩০০ গ্রাম গহনাসহ তিনজনকে আটক করে ঢাকা কাস্টমস হাউজের বিমানবন্দরের ইউনিটের সদস্যরা। আটককৃত মো. ইউসুফ আলীর পাসপোর্ট নম্বর এসি-৮৮২৮৫৬৩, মো. মাসুদ রানার পাসপোর্ট নম্বর এএ-০৯৫৩৮৭০ ও মোহাম্মদ আলীর পাসপোর্ট নম্বর এএফ-০৭৫৩২৯৩।
আটককৃত সোনার মূল্য এক কোটি ৯০ লাখ টাকা বলে জানা গেছে।
(ঢাকাটাইমস/১৫জুন/এএ/জেবি)