স্কুলছাত্রীকে আটকে রেখে চার বন্ধু মিলে ধর্ষণ
কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৭ জুন, ২০১৫ ০০:৪৭:৫০

কুমিল্লা: জেলার মুরাদনগরে এক স্কুলছাত্রীকে দুইদিন ঘরে আটকে রেখে চার বন্ধু মিলে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার বিকেলে ধর্ষিতাকে স্থানীয়রা উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের কাউকে আটক করা যায়নি।
ধর্ষিতা বাদী হয়ে চারজনকে আসামি করে শুক্রবার সন্ধ্যায় থানায় মামলা করেছেন।
মামলার বিবরণ ও ছাত্রীর দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে মুরাদনগর উপজেলার গাজীপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রুস্তম। এরই সূত্র ধরে গত বৃহস্পতিবার সকালে বিয়ের প্রলোভন দেখিয়ে রুস্তম ওই স্কুলছাত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে। পরে রুস্তম এবং একই গ্রামের তার বন্ধু খাইরুল, রুবেল, নাইম তাকে পীর কাশিমপুর গ্রামে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে দুইদিন ধরে তাকে ধর্ষণ করে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্করকে খবর দিলে তিনি গ্রাম পুলিশ নিয়ে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে ঘটনাস্থল থেকে ধর্ষকরা পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল ভট্ট জানান, ধর্ষিতা স্কুলছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।
অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৭জুন/প্রতিনিধি/ইইউ)