অর্ধ কোটি টাকা আত্মসাৎ, চেয়ারম্যানসহ আটক ৩
সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৫ ১৭:৩২:৫৭
সাতক্ষীরা: সাতক্ষীরায় গ্রাহকের বিনিয়োগকৃত প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে যাওয়া বেসরকারি সংস্থা আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
কার্যালয়ে তালা দিয়ে পালিয়ে যাওয়ার দেড় মাস পরে ফের সংগঠিত হয়ে প্রতারণার অভিযোগে শুক্রবার ভোরে সাতক্ষীরা শহরের হোটেল টাইগার প্লাস থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দর থানার মৃত আব্দুল লতিফের ছেলে আরডিপি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সোরা গ্রামের গাজী আব্দুল জলিলের ছেলে সংস্থাটির ম্যানেজার জুলকার নাইন ও সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী গ্রামের জিয়াদ আলী সরদারের ছেলে হাফিজুর রহমান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/২৬জুন/প্রতিনিধি/ইইউ)