logo ১৮ মে ২০২৫
মতিঝিল থেকে ৪ `মানবপাচারকারী' আটক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৫ ১০:০১:২০
image

ঢাকা: রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ৮৫০টি বিভিন্ন দেশের জাল পাসপোর্ট ও শিপিং লাইনের ৪০টি ডিসচার্জ জাল সনদসহ চার মানবপাচারকারীকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।


সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকেরা হলেন- মহিদুল ইসলাম (৪৫), হিম্মত আলী (৩৮), মো. রাসেল (২৩) ও মো. উজ্জল খান (২০)।


রাজধানীর সিআইডির সদর দপ্তরে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ এসব তথ্য জানান।


তিনি বলেন, সোমবার রাতে অভিযান চালিয়ে শাপলা ভবনের আট তলার একটি কক্ষ থেকে ওই চার জনকে আটক করে সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের কোতয়ালী ইউনিট। এ সময় মো. আশরাফুল ইসলাম (৩৫), মোহাম্মদ আলী (৩৫), আবুল কালাম আজাদ (২৮) ও মো. সাইফুল ইসলাম (২৪) নামে চার ভিকটিমকে উদ্ধার করা হয়।


আটকদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে আবদুল কাহার আকন্দ বলেন, আটকরা দীর্ঘদিন ধরে মানবপাচার করে আসছে। তারা টাকার বিনিময়ে জাল পাসপোর্ট ও ডিসচার্জ জাল ভিসা বানিয়ে প্রতারণা করে আসছিল।


এ সময় ইরাক, দুবাই, লিবিয়া, মোজাম্বিক, মিশর, ওমান, সৌদি আরব, কাতার, ইথিওপিয়া, মালয়েশিয়া, নাইরোবিসহ বিভিন্ন দেশের জাল ভিসা, এয়ার টিকেট, সাগর পথে বিদেশে মানবপাচারের শিপিং লাইনের ডিসচার্জ জাল সনদ, বিভিন্ন বিমানবন্দরের এরাইভ্যাল, ইমিগ্রেশন জাল সীল, বিভিন্ন দূতাবাসের জাল সীল, প্যাড উদ্ধার করা হয় বলে জানান তিনি।


সিআইডি’র বিশেষ পুলিশ সুপার আরও বলেন, মানবপাচারকারী এ চক্রের প্রধান মো. টিপু সুলতান, মজিবর রহমান, মো. ইসমাইলসহ সাতজনের বিরুদ্ধে মতিঝিল থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং আটকদের রিমান্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।


মানবপাচার ও পাচারচক্রের সঙ্গে বিমানবন্দরের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যোগসাজশের অভিযোগ পাওয়া গেছে, এ ব্যাপারেও তদন্ত করা হচ্ছে বলেও জানান আবদুল কাহার আকন্দ।


(ঢাকাটাইমস /২৩জুন/এএ/এমএন)