গাড়ি ও ইয়াবাসহ মাদকের ডিলার গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৫ জুলাই, ২০১৫ ১৬:৪৫:২৫

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ি থানার পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. আরিফুল হক। রবিবার ভোরে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি এলিয়ন প্রাইভেটকার ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএমপি সূত্র জানায়, রবিবার ভোর ছয়টার সময় যাত্রাবাড়ির ফাতেমা নাজ পেট্রল পাম্পের বিপরীত পাশ থেকে আরিফুল হককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসায়ের কাজে ব্যবহৃত একটি এলিয়ন প্রাইভেটকার ও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আরিফুল হক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, ঢাকায় শ্যামলীতে থেকে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
তিনি আরও জানান, ইয়াবাগুলো বিক্রির জন্য তিনি চট্টগ্রাম থেকে রাজশাহী নিয়ে যাচ্ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি একজন বড় মাদক ব্যবসায়ী এবং তার সাথে অন্যান্য মাদক চক্রের যোগাযোগ রয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদে মাদক সিন্ডিকেটের আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে পুলিশের ধারণা। উদ্ধারকৃত ইয়াবা, গাড়ি এবং অন্যন্য মালামালের আনুমানিক মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।
ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলামের নির্দেশনায়, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম তারেক রহমানের তত্ত্বাবধানে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ বিশ্বাসের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
(ঢাকাটাইমস/৫জুলাই/এএ/জেবি)