logo ১৮ মে ২০২৫
বোমা তৈরির ১২শ কেজি উপাদানসহ চারজন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ জুলাই, ২০১৫ ১১:৫৭:০২
image

ঢাকা: পুরান ঢাকার লালবাগ ও চট্টগ্রাম থেকে ১২০০ কেজি বিস্ফোরকদ্রব্য তৈরির উপাদানসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগ। উদ্ধারকৃত বিস্ফোরক দিয়ে ককটেল ও আতশবাজি বানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়াল, আলম, শরীফ ও সাইদুল ইসলাম।


আজ সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।


এর আগে সোমবার ভোরে চট্টগ্রামের সদরঘাট থেকে বিস্ফোরক উপাদানগুলো উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আওয়াল, আলম ও শরীফকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও এই বিস্ফোরক রাখার দায়ে চট্টগ্রামের সদরঘাট থেকে সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।


মনিরুল ইসলাম জানান, উদ্ধারকৃত বিস্ফোরকদ্রব্যে সালফাট, হেক্সাক্লোরাইড ও লিথিয়াম এই তিন ধরনের উপাদান পাওয়া গেছে। এগুলো দিয়ে, হাতবোমা এবং আতশবাজি বানানো হয়। বিস্ফোরকদ্রব্য অধিদপ্তর থেকে অনুমোদন সাপেক্ষে এসব উপাদানের ক্রয় বিক্রয় করার কথা থাকলেও গ্রেপ্তারকৃতরা সে ধরনের কোনো কাগজ দেখাতে পারেনি। তাই তাদের গ্রেপ্তার করা হয়েছে।


তিনি আরো জানান, সোমবার গোপন সংবাদে ডিবি জানতে পারে লালবাগের আওয়াল বিস্ফোরকের উপাদান বিক্রি করবে। ক্রেতা সেজে ডিবি তার কাছ থেকে দুই কেজি বিস্ফোরক কিনে তাকে গ্রেপ্তার করে। এরপর চকবাজার থেকে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগী জাহাঙ্গীর আলম ও শরীফ আলমকে। তাদের কাছে অনুমোদনহীন বিস্ফোরক সংগ্রহের উৎস জানতে চাইলে চট্টগ্রামের সাইদুলের নাম বলেন তারা।


পরে চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে সাইদুলের ৬ তলা বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই ভবনের চার তলার কক্ষের খাটের নিচ থেকে বস্তাবন্দি ১২০০ কেজি উপাদান উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতরা কেন এ বিস্ফোরক দ্রব্য মজুদ করেছিলেন তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে কোনো জঙ্গি সম্পৃক্ততাও পাওয়া যায়নি। তবে তাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এই মুখপাত্র।


(ঢাকাটাইমস/৬জুলাই/এএ/জেবি)