রাজধানীতে ডাকাত দলের ৯ সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুলাই, ২০১৫ ১১:০৭:১০

ঢাকা: রাজধানীর তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সোয়া দুই ভরি স্বর্ণ, ছুরি, চাপাতি, দা ও রড উদ্ধার করা হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. ইব্রাহিম, মো. আল আমিন, মো. ছিদ্দিক, মো. আলমগীর বকশ, মো. রিয়াজ উদ্দিন, মো. খিজির আহাম্মদ, মো. সহিদুল, মো. আবদুর রব ও আবদুল হালিম।
যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা মূলত নরসিংদী ,নারায়ণগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকায় ডাকাতি করে থাকে। ইব্রাহীমের কার্যক্রম বিস্তৃত নরসিংদী এলাকায়।
ডাকাতির পরে ডাকাতির পণ্য কোথায় বিক্রি করবে তা আগেই নির্ধারণ করা থাকে। গ্রেপ্তারকৃতরা মাঝে মধ্যে ঢাকা মহানগরীর আশপাশের এলাকার সীমান্তবর্তী থানাগুলো বেছে নেয়।
তিনি আরও জানান, ডাকাতরা তুরাগ থানায় ডাকাতি করা লুণ্ঠিত স্বর্ণ আবদুর রব ও আবদুল হালিম নামের দুই স্বর্ণকারের কাছে বিক্রি করেছে। পরবর্তী সময়ে আবদুর রবের কাছ থেকে সোয়া দুই ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতরা মূলত নরসিংদী, গাউছিয়া, মাধবদী ও নারায়ণগঞ্জ আড়াইহাজার এলাকার বাসিন্দা। আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা দীর্ঘদিন ধরে মহাসড়ক ও ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন বাড়িতে ডাকাতি করে আসছে। ডাকাতির কাজে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না। তারা বাসায় ঢুকে ঘরের লোকদের জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে মালামাল লুট করে থাকে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায়, অতিরিক্ত উপ-কমিশনার কাজী শফিকুল ইসলামের তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী কমিশনার এসএম নাজমুল হকের নেতৃত্বে অভিযানটি পরিচালিত করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার শেখ নাজমুল আলম, দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মাশরেকুর রহমান খালেদ, পূর্ব বিভাগের উপ-কমিশনার মো. মাহবুবুল আলম ও পশ্চিম বিভাগের উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১১জুলাই/এএ/ইইউ)