logo ১৮ মে ২০২৫
জাল টাকার মিনি টাকশাল!
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৫ ১৫:২৮:০৯
image

ঢাকা: রাজধানীর আদাবরে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে বানানো হয়েছে জাল টাকার মিনি টাকশাল। এ গ্রুপের সাথে জড়িত রয়েছে নারী সদস্যও। এমন একটি চক্রের নারী সদস্যসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন জামিলা আক্তার মানিজা (৩০) ও হামিদুর রহমান (৩৭)। তাদের কাছ থেকে ২৫ লাখ ২৭ হাজার জালটাকা ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামাদি জব্দ করেছে র‌্যাব।


শুক্রবার র‌্যাব-১ এর সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক তুহিন মোহাম্মদ মাসুদ।


তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে র‌্যাব-১ এর একটি দল সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান এর নেতৃত্বে আদাবরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, আদাবর বায়তুল আমান আবাসিক এলাকায় জাল টাকা তৈরি করা হয়। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জামিলাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে তিনজনের নাম পাওয়া যায়। পরবর্তী সময়ে বায়তুন আমান হাউজিংয়ের ১৫ নং রোডের ৯০৩ নং বাসার ৬ষ্ঠ তলার ৫/এ ফ্ল্যাটে অভিযান চালিয়ে হামিদুরকে গ্রেপ্তার করা হয়।


তিনি জানান, ওই বাসার বেডরুমে একটি ছোটখাটো টাকশাল এবং জাল টাকা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে সর্বমোট ২৫ লাখ সাত হাজার ৫০০ জালনোট, জাল টাকা বিক্রির সাথে জড়িত ১টি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল, টাকার নিরাপত্তা সুতাযুক্ত কাগজ ৫ কেজি, টাকা তৈরির ট্রেসিং কাগজ ৩০ কেজি, ল্যাপটপ ১টি, প্রিন্টার ৪টি, ১০০০ টাকার ছাপযুক্ত কাগজ ১১০টি, জাল টাকা তৈরির ডাইস ১২টি, বোর্ড ২টি, লেমিনেটিং মেশিন ১টি, কাঁচের ফ্রেম ৪টি, অসংখ্য প্রিন্টার কার্টিজ এবং জাল টাকা তৈরিতে ব্যবহৃত প্রায় ২০ কেজি পরিমাণ বিভিন্ন ক্যামিকেল, জাল টাকা তৈরির নিরাপত্তা সুতার রোল ৪টি, কাটা নিরাপত্তা সুতা অনুঃ ১০ গ্রাম, জাল টাকা কাটার ছুরি ৩টি, ব্লেড ৪ প্যাকেট, একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, ১টি দৈনিক মুক্ত খবর এর সাংবাদিক পরিচয়পত্র, ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।


(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি)