logo ১৮ মে ২০২৫
বেতন না দেয়ায় মালিকের ছেলে অপহরণ, গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ জুলাই, ২০১৫ ১৮:৪৮:১০
image

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ফ্লাইওভার থেকে  দুই অপরহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রমজান আলী (১৬) ও মো. স্বপন (১৪)।


বুধবার সকাল নয়টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। অপহরণকারীদের কাছে থেকে অপহৃত শিশু জুবায়েরকে উদ্ধার করা হয়।


বুধবার বিকাল তিনটার দিকে এ ব্যাপারে র‌্যাব-২ এর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম।


তিনি জানান, গত ১৪ জুলাই মো. শামীম র‌্যাব-২ এর কার্যালয়ে অভিযোগ করেন যে, তার ছেলে ১৬ মাসের শিশু ছেলে মো. জুবায়েরকে কে বা কারা আনুমানিক দুপুর ১২টার সময় অপহরণ  করেছে। মোবাইলফোনে তার ছেলের মুক্তির জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পাওয়ার পর র‌্যাব-২ এর একটি দল অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত শিশুটিকে উদ্ধারের উদ্দেশ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করে। 


মেজর মাকসুদুল আলম বলেন, বুধবার সকাল নয়টার দিকে অপহণকারীদের চাহিদা মোতাবেক টাকা দেওয়ার জন্য ছদ্মবেশ ধারণ করে এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অপহরণকারীদের  হাতেনাতে গ্রেপ্তার ও অপহৃত শিশু জুবায়েরকে উদ্ধার করে র‌্যাব। এ সময় অপহরণকারীদের কাছ থেকে মোবাইল সেট উদ্ধার করা হয়, যা মুক্তিপণ আদায়ের হুমকি দেওয়ার কাজে ব্যবহার করা হয়েছিল।


গ্রেপ্তারকৃত আসামি রমজান আলী জানান, তিনি ভিকটিম জুবায়েরের বাবা শামীমের ম্যানিব্যাগ তৈরির কারখানার কর্মচারী। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বেতন-বোনাস মালিকের কাছে বকেয়া রয়েছে এবং বেতন-বোনাস না দিয়ে শামীম নানান রকম তালবাহানা করতে থাকেন। পরে বেতন-বোনাসের অপ্রাপ্তির ক্ষোভ ও অধিক অর্থের লোভে রমজান তার বন্ধু স্বপনের সহযোগিতায় মালিকের ছেলে জুবায়েরকে অপহরণ করেন। 


(ঢাকাটাইমস/১৫জুলাই/এএ/জেবি)