ঘাতকের ভূমিকায় বাবা, ঝরল দুই প্রাণ!
কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১২:৪১:৩৮

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় দুই শিশু সন্তানকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে কাশেম নামধারী এক পযণ্ড বাবা! ঘটনাটি অবিশ্বাস্য হলেও সত্যি! মঙ্গলবার গভীর রাতের দিকে চকরিয়া উপজেলার হাড়বাং ইউনিয়নের গাইন্যাকাটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এ সময় তিনটি ছাগলকেও হত্যা করে।কাশেমের হামলায় তার স্ত্রীও আহত।ঘাতক পিতা কাশেমকে আটক করেছে পুলিশ।
হারবাং ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন মোহাম্মদ বাবর স্থানীয়দের বরাত দিয়ে জানান, মোহাম্মদ কাশেম কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার রাতে মদ্যপ অবস্থায় ঘরে ফিরেন তিনি। এ সময় স্ত্রী সায়েরা খাতুনের সঙ্গে তার ঝগড়া হয়। পরে রাগান্বিত হয়ে তিনটি ছাগলকে কুপিয়ে হত্যা করেন। এ সময় তার বড় ছেলে বাধা দিতে গেলে তার ওপর হামলে পড়েন কাশেম। একপর্যায়ে পালিয়ে রক্ষা পায় তার বড় ছেলে।
এর পরপরই মোহাম্মদ কাশেম তার মেঝ ছেলে মোহাম্মদ জামাল (০৮) ও মেয়ে তানজিনা আকতারকে (০৩) ঘুমন্ত অবস্থায় গলাকেটে হত্যা করেন। এ সময় তার স্ত্রী সায়েরা খাতুন (৩৫) বাধা দিতে আসলে তাকেও কামড়িয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে কাশেমকে ধরিয়ে দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, মোহাম্মদ কাশেম মিয়ানমারের নাগরিক। তিনি দীর্ঘদিন ধরে ওই পাহাড়ি এলাকায় বসবাস করে আসছিলেন। মানসিক ভারসাম্যহীন কাশেম মদ পান করে আরও বেপরোয়া হয়ে উঠেন। ফলে তিনি এ হত্যাকাণ্ড ঘটান।
তিনি জানান, কাশেমকে আটক করা হয়েছে। দুই শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/২১জুলাই/বিইউ/এআর/ ঘ.)