বিটিসিএলের অফিসে মিলল ৭৬ হাজার ইয়াবা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুলাই, ২০১৫ ১২:৫১:৩৫

ঢাকা: রাজধানীর ওয়ারীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সাব পোস্ট অফিস থেকে আড়াই কোটি টাকা মূল্যের ৭৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।
মনিরুল ইসলামের তথ্যমতে, আটক মাদক বিক্রেতার নাম মো. আবু সিদ্দিক। জিজ্ঞাসাবাদে সিদ্দিক বলেন, বিটিসিএলের কর্মচারী মো. মোস্তফার সঙ্গে মাদক ব্যবসায়ী চক্রের যোগসাজশ রয়েছে। মোস্তফা অনেক দিন ধরে ওই কার্যালয়কে ইয়াবা ব্যবসার জায়গা হিসাবে ব্যবহার করছিল।
তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে ৭৬ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
মনিরুল ইসলাম বলেন, ওয়ারী সাব-পোস্ট অফিসের নিচ তলায় বিটিসিএলের অনুঃ এক্সচেঞ্জে কর্মরত মো. মোস্তফাসহ একটি মাদক ব্যবসায়ী চক্র বেশ কিছুদিন ধরে সরকারি অফিস ব্যবহার করে কৌশলে মাদক বিক্রি করে আসছিল।
সকালে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিটিসিএলের কর্মচারী মোস্তফা পালিয়ে যায়। এ চক্র সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে। এ সব তথ্যের ভিত্তিতে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/২১জুলাই/এএ/এমআর)