টাঙ্গাইলে ইয়াবাসহ ভুয়া সাংবাদিক আটক
টাঙ্গাইল প্রতিনিধি, ঢাকাটাইমস
২৬ জুলাই, ২০১৫ ১২:৩২:৩০
টাঙ্গাইল: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ৭৬০ পিস ইয়াবাসহ ইসমাইল হোসেন রকি (২৭) নামের এক ভুয়া সাংবাদিককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর সদস্যরা।
শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারটিয়া কমলাই গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রকি তারটিয়া কমলাই গ্রামের এনায়েত হোসেনের ছেলে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব সদস্যরা রকিকে দেলদুয়ার থানায় হস্তান্তর করেন।
দেলদুয়ার থানার এসআই আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রকি দীর্ঘদিন যাবত সাংবাদিক পরিচয় দিয়ে আসছে। এ ঘটনায় দেলদুয়ার থানায় একটি মামলা হয়েছে। রকিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জুলাই/প্রতিনিধি/ইইউ)